ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত

নাটোরের বাগাতিপাড়ার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজার এলাকার খায়রুল হকের ছেলে আবদুর রব খালেদ (৩৫), তার স্ত্রী ছনিয়া বেগম (২৮) ও ছেলে তাসফি হাসান (৯)। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পকেটখালি রোডের বাঁশবাড়িয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মোটরসাইকেলযোগে বাগাতিপাড়া উপজেলার কৈয়চারপাড়া গ্রামের ভগ্নিপতি রফিকুল ইসলামের বাড়িতে ভাগ্নির বিয়ের দাওয়াত খেয়ে নিজ বাড়ি আড়ানীতে ফিরছিল আবদুর রব খালেদ ও তার পরিবার। পথে বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া গ্রামে বিপরীতমুখী বালুবোঝায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ তিনটি উদ্ধার এবং ট্রাকটি জব্দ করে। নিহত আবদুর রব খালেদ আড়ানী পৌর বাজারের জুতা ব্যবসায়ী। তার স্ত্রী ছনিয়া বেগম গৃহিনী, ছেলে তাসফি হাসান আড়ানী প্যারাগণ কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment