ডিগ্রি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার

ডিগ্রি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষা আগামী শনিবার থেকে সারা দেশে একযোগে শুরু হবে।

শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে সর্বমোট ১ হাজার ৭’শ ৮২টি কলেজের ২ লাখ ৯৯ হাজার ৩৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

ডিগ্রি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সারাদেশে ৬৮৪টি কেন্দ্রে প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে সংশ্লিষ্টদের ৯২৯১০১৭ ও ৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগ করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment