ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে ভার্চুয়াল নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে ভার্চুয়াল নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ক্যাম্পাস বন্ধ থাকায় গত বছরের পরে এ বছর দ্বীতিয়বারের মতো ভার্চুয়াল নবীনবরণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) জুম প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন দুটি ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে। কিন্তু ইউজিসি ও শিক্ষামন্ত্রনালয়ের নির্দেশে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষা-কার্যক্রম শুরু হয়। সেটিরই ধারাবাহিকতায় আজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র কম্পিউটার সাইয়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিপার্ট্মেন্ট’র দুটি ব্যাচ যথাক্রমে রেগুলার ব্যাচ (ডে-৬৫) ও সান্ধ্যকালীন ব্যাচ (ই-৮৯)’র শিক্ষা কার্যক্রম তথা নবীন বরণ সম্পন্ন করে।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র বোর্ড অফ ট্রাষ্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার জনাব শামীম হায়দার পাটোয়ারী, এমপি এ ভার্চুয়াল নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ অনুঠানে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ট্রাষ্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান জনাব ড.এস কাদের পাটোয়ারী ও ভাইস চ্যান্সেলর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- অধ্যাপক জনাব ড. গনেশ চন্দ্র সাহা।
নবীনবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের অ্যাডভাইজার, ডিপার্টমেন্ট অব সিএসই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজ মোঃ হাসান বাবু। রেজিস্ট্রার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- অধ্যাপক মো. রফিকুল ইসলাম। অতিরিক্ত রেজিস্ট্রার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- জনাব শাহ আলম চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন, সহযোগী অধ্যাপক- সিএসই বিভাগ মো. তাহজীব উল ইসলাম। লেকচারার, সিএসই বিভাগ- মো. নাজমুস সাকিব।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন ড. এ টি এম মাহবুবুর রহমান সরকার। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকামণ্ডলী উপস্থিত থেকে এ অভিনব নবীনবরণ অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করেন।

ভার্চুয়াল এ নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য প্রদানকালে ডিআইইউতে আগত নতুন শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, ‘তোমরাই হবে আমাদের ক্যাম্পাসের প্রাণ। শিক্ষক-শিক্ষিকাদের সুন্দর দিক-নির্দেশনা মেনে এই ক্যাম্পাসেই শিক্ষাজীবনকে রাঙিয়ে তুলতে হবে এবং পরিপূর্ণ সুন্দর জীবন গঠন করতে হবে। তোমাদের শিক্ষাজীবন সুন্দর ও মহিমান্বিত হোক!’

উল্ল্যেখ্য, ডিআইইউতে করোনাকালীন এই সময়ে অনলাইন নির্ভর ভার্চুয়াল নবীনবরণ অনুষ্ঠান এবারই প্রথম নয় বরং দ্বীতিয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে।

আপনি আরও পড়তে পারেন