তারেকের বিরুদ্ধে অভিযোগ পেলে বিবেচনা করবে ইসি

নির্বাচনী প্রক্রিয়ায় তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কেউ তথ্য প্রমাণসহ কমিশনে লিখিত অভিযোগ করলে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

রোববার(১৮ নভেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এসময় তিনি আরো বলেন, বিএনপি নেতাদের মামলার তালিকা খতিয়ে দেখছে কমিশন।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘এ ধরণের কোনো কিছুকে মনিটরিং করার মতো আমাদের নিজস্ব ক্যাপাসিটি নেই। যদি কেউ তথ্য প্রমাণসহ আমাদের কাছে এ বিষয়ে যদি অভিযোগ করেন, তাহলে আমরা আইনের মধ্যে যদি কিছু থাকে। তবে আমরা আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ কর্তৃৃপক্ষকে বলব।’

তিনি বলেন, ‘আর যদি আইনের ভেতরে কিছু না থাকে, তাহলে আমরা নিজেরা কমিশনে বসে কি করতে পারি তা পর্যলোচনা করে সে ব্যাপারে একটি সিদ্ধান্ত নিবো।’

https://www.youtube.com/watch?v=b5R0ARo2Df8

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment