দাপটের সঙ্গে দ্বিতীয় দিন শেষ করলো ইংল্যান্ড

স্বাগতিক উইন্ডিজের ব্যাটিং লাইনকে একদম ধসিয়ে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে ইংলিশ বোলাররা। সিরিজের তৃতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৫৪ রানে অলআউট হয়েছে উইন্ডিজ। মার্ক উড ও মঈন আলীর বোলিং তোপে পড়ে বালির বাধের মতো ধসে পড়ে উইন্ডিজের ব্যাটিং লাইন। উড ৫টি ও মঈন ৪টি উইকেট নিয়েছেন। বাকি উইকেটটি নিয়েছেন ব্রড। 

সেন্ট লুসিয়া টেস্টে ১২৩ রানের লিড নিয়ে আবারও ব্যাটিংয়ে ইংল্যান্ড। চলতি সিরিজে প্রথমবারের মতো কোনো টেস্টে চালকের আসনে বসতে পেরেছে ইংল্যান্ড। 

তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে সোমবার ( ১১ ফেব্রুয়ারি) স্বাগতিকদের অলআউট করে দিয়ে আবারও ব্যাটিংয়ে নেমে ১৯ রানে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে ইংলিশরা। ররি বার্নস ১০ ও কিটন জেনিংস ৮ রানে আছেন অপরাজিত।

এর আগে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা সবকয়টি উইকেট হারিয়ে ২৭৭ রান করে। কেমার রোচ সর্বোচ্চ ৪টি উইকেট নেন। 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment