দিরাইয়ে বাজারের রাস্তায় আবর্জনার বাগার, জনস্বাস্থ্য হুমকির মূখে

দিরাইয়ে বাজারের রাস্তায় আবর্জনার বাগার, জনস্বাস্থ্য হুমকির মূখে
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) +স্টাফ রিপোর্টারঃ
দিরাইয়ের মিলনগঞ্জ বাজারের প্রবেশ রাস্তায় দুর্গন্ধ যুক্ত ময়লা আবর্জনার স্তুপ মাড়িয়ে বিপুল জনগোষ্ঠী চলাচল করছেন। যার ফলে জনস্বাস্থ্য হুমকির মূখে পড়েছে।
এলাকাবাসী সুত্রে জানাযায়, সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন কুলঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মিলনগঞ্জ বাজারের পূর্ব দিকের প্রবেশ পথ দিয়ে নাসনী, বেতাউকা গ্রাম সহ আশপাশের গ্রামের শত শত মানুষ ব্যবসা বানিজ্যের স্বার্থে প্রতিনিয়ত আসা যাওয়া করেন। বাজারের ব্যবসায়ীরা এই রাস্তার উপর ময়লা আবর্জনা ফেলার কারনে রাস্তাটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ময়লা আবর্জনার পঁচা দুর্গন্ধের কারনে অনন্য উপায় হয়ে নাকে কাপড় গুজে প্রতিনিয়ত বাজারে আসা যাওয়া করছেন। বাজারের সাধারণ ক্রেতা -বিক্রেতারা স্বাস্থ্য হুমকিতে পড়েছেন। বিদায় জনস্বাস্থ্য ও মানুষের চলাচলের স্বার্থে রাস্তাটি পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্ট কামনা করছেন এলাকাবাসী।

আপনি আরও পড়তে পারেন