দুই টেস্ট খেলার মতো মানসিক শক্তি নেই মুমিনুলদের

দুই টেস্ট খেলার মতো মানসিক শক্তি নেই মুমিনুলদের

নিউজিল্যান্ডে গিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশ দলের। দক্ষিণ আফ্রিকায় সমান দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচ না জিততে পারলেও লড়াই করেছিল শেষ অবধি, তবে দ্বিতীয় ও শেষ ম্যাচে ভরাডুবি টাইগারদের। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ। সাদা পোশাকে সমান দুইটি ম্যাচ খেলবে স্বাগতিকরা। এই সিরিজের আগে বিস্ফোরক এক মন্তব্যই করে বসলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ (রোববার) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দলের বিদেশি কোচিং স্টাফদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পাপন। সে বৈঠকে উপস্থিত ছিলেন টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। যেখানে আলোচনায় উঠে আসে বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটারদের মানসিক সামর্থ্য। কোচিং প্যানেলের সদস্যরা বিসিবি সভাপতিকে জানিয়েছেন, টানা দুই টেস্ট খেলার মতো মানসিক শক্তি নেই ক্রিকেটারদের।

বৈঠক শেষে সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘একটা জিনিস ওরা মনে করে, ১০ দিন খেলার মাইন্ডসেটটাই নেই। টানা ১০ দিন যে খেলতে হবে এই মাইন্ডসেটটা অনেক খেলোয়াড়ের নাই। এটা একটা মাইন্ডসেটের ব্যাপার। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’

শুধুই কী মাইন্ডসেট? টেস্ট টেম্পারমেন্টের ঘাটতি আছে এই ফরম্যাটে খেলা ক্রিকেটাদের। একই সঙ্গে টেকনিক্যাল আর ট্যাকটিকস নিয়ে আলোচনা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজে মাঠে নামার আগে।

পাপন বলছিলেন, ‘অনেক আলাপ আলোচনা হয়েছে। একটা জিনিস কোচিং স্টাফদের কাছ থেকে মনে হলো যে, ওরা আমাকে উদাহরণ দিচ্ছিলো বেশ ৪-৫ টা টেস্ট ম্যাচের। এমনকি পাকিস্তানের সঙ্গে খেললাম, প্রথম টেস্টটা মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিলাম। দ্বিতীয় টেস্টে গিয়ে একেবারে ধরাশয়ী।’

সঙ্গে যোগ করেন পাপন, ‘নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এমন আরও কয়েকটা খেলার কথা নিয়ে আসলো। প্রথম টেস্টটা আমরা মোটামুটি ভালোই খেলিনি কিন্তু দ্বিতীয় টেস্টে গিয়ে মনে হয় আমরা একেবারেই পারছি না। এটার পেছনে কি কি কারণ থাকতে পারে সেটা ওরাও বুঝতে পারছে না তাড়াতাড়ি।’

 

 

আপনি আরও পড়তে পারেন