দেশে ফিরলেন ঢাকা উত্তরের প্যানেল মেয়র ডেইজি সারোয়ার।

দেশে ফিরলেন প্যানেল মেয়র ডেইজি

তিন মাসের মতো আমেরিকায় ছিলেন ঢাকা উত্তরের প্যানেল মেয়র ডেইজি সারোয়ার। পারিবারিক কাজে এই কয় মাসে তাকে থাকতে হয়েছে দেশের বাইরে। যাওয়ার আগে আইচ নিউজকে তিনি এমনটি তিনি জানিয়ে গিয়েছিলেন।

এই কয় মাস ডেইজি সারোয়ার আমেরিকায় পরিবার নিয়ে খুব ব্যাস্ত থাকায় ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুর সময় দেশে ফিরতে পারেননি। তবে তিনি সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছেন আনিসুল হকের পরিবারের এবং যোগাযোগ রেখেছিলেন দলের নেতাকর্মীদের সাথে।

দেশে ফিরলেন প্যানেল মেয়র ডেইজি

নতুন বছরের প্রথম দিন তিনি দেশে ফিরেছেন। আপাতত বিশ্রামে থাকলেও আগামীকাল থেকেই তিনি তার দাপ্তরিক কাজ ও রাজনৈতিক কাজে মনোসংযোগ করবেন।

দেশে ফেরার পর তিনি আইচ নিউজকে জানান, ঢাকা এয়ারপোর্টে নামার আগে থেকেই আমার খুব কান্না পাচ্ছিলো। আমার বড় ভাই আনিসুল হকের জীবদ্দশায় আমি পারিবারিক কাজে আমেরিকা গিয়েছিলাম জরুরী ভিত্তিতে। কিন্তু ঢাকায় ফিরেছি ভাইয়ের অবর্তমানে। তিনি দুনিয়াতে আর নেই। আমি আমার একজন অভিবাবক হারালাম। তবে তার কাজের প্রেরণা নিয়ে আমি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে কাজ করে যাব সততার সাথে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment