দৈনিক আগামীর সময় পত্রিকার আইন উপদেষ্টা হলেন নবাবগঞ্জের কৃতি সন্তান ব্যারিষ্টার এনায়েত বাতেন রাসেল।

দৈনিক আগামীর সময় পত্রিকার আইন উপদেষ্টা হলেন নবাবগঞ্জের কৃতি সন্তান ব্যারিষ্টার এনায়েত বাতেন রাসেল।

মাহবুবুর রহমান টিপু,বিশেষ প্রতিনিধি:

দৈনিক আগামীর সময় পত্রিকার আইন উপদেষ্টা হলেন নবাবগঞ্জের কৃতি সন্তান ব্যারিষ্টার এনায়েত বাতেন রাসেল।
পরিচিত:পারিবারিক ঐতিয্য ও রাজনৈতিক পরিবারের সন্তান হিসাবে নবাবগঞ্জের সকলের কাছে অত্যান্ত জনপ্রিয় এই পরিবারটি। ১৯৭৯ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন বাহ্রা ইউনিয়নের ইছামতি নদীর কুলঘেষা কোমরগঞ্জ গ্রামে জন্মগ্রহন করেন ব্যারিষ্টার এনায়েত বাতেন রাসেল।বাহ্রা ইউনিয়নের কোমরগঞ্জ এলাকার কৃতি সন্তান,আওয়ামীলীগের জাতীয় কমিটির সাবেক সদস্য ও নবাবগঞ্জ আওয়ামীলীগের কান্ডারী ও সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন মিয়া পিতা ও বেগম রোকেয়া বাতেন রতœগর্ভা মায়ের দুই সন্তানের মধ্যে তিনি ছোট। ছোট চাচা পনিরুজ্জামান তরুন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।পিতা বাতেন ও মাতা রোকেয়া বাতেন তাদের আদর্শে সমাজে দাড় করিয়েছেন দুই ছেলেকে।বড় ছেলে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও ছোট ছেলে বাংলাদেশ সুপ্রিমকোর্টের ব্যারিষ্টার এনায়েত বাতেন রাসেল আইন পেশায় নিয়োজিত রয়েছেন।এনায়েত বাতেন রাসেলের শিক্ষাজীবন শুরু হয় মতিঝিল আইডিয়াল এন্ড কলেজ।এরপর ১৯৯৫ সালে আইডিয়াল স্কুল থেকে তিনি এস.এস.সি পাশ করেন।১৯৯৭ সালে আদমজী ক্যান্টনম্যান্ট কলেজ থেকে এইচ.এস.সি ডিগ্রী লাভ করেন।পরে যুক্তরাজ্য থেকে বি বি এ ও এম বি এ ডিগ্রী লাভ করেন।২০১০ সালে যুক্তরাজ্যের নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে ”এল এল বি” অনার্স ডিগ্রী সম্পন্ন করেন।২০১১ সালে যুক্তরাজ্যের লিংকন্স ইনস থেকে ”বার এড ল” ডিগ্রী লাভ করেন।পরবর্তীতে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।এছাড়াও তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় আইন উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে দৈনিক আগামীর সময় পত্রিকার আইন উপদেষ্টা ব্যারিষ্টার এনায়েত বাতেন রাসেল দৈনিক আগামীর সময়কে জানান,আমি দৈনিক আগামীর সময় পত্রিকার আইন উপদেষ্টা হিসাবে কাজ করতে আগ্রহী এইজন্য য়ে পত্রিকাটার প্রকাশক ও সম্পাদক আমাদের নবাবগঞ্জ থানার নয়নশ্রী এলাকার। এই পত্রিকার আইন উপদেস্টা হিসাবে আমি আমার চিরাচরিত জন্মভুমি দোহার ও নবাবগঞ্জ এলাকার অসহায়, নির্ষাতিত জন মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দিতে পারবো । আশা করি দোহার ও নবাবগঞ্জের সংগ্রামী মানুষের জন্য কিছু করতে পারবো।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment