দোহারে অস্থায়ী গরুর হাটের সর্বোচ্চ ইজারা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা

দোহারে অস্থায়ী গরুর হাটের সর্বোচ্চ ইজারা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা
স্টাফ রিপোর্টার
ঢাকা দোহারের কুসুমহাটি ইউনিয়নের বাস্তা বাজারের (১০৫০০০০) দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অস্থায়ী গরুর হাটের ইজারার সিডিউল বিক্রির খবর পাওয়া গিয়েছে। সুত্রে জানা যায় একাধিক ব্যক্তি ঐ হাটের সিডিউল ক্রয় করেন, তার মাঝে (৫১০০০০) পাঁচ লক্ষ দশ হাজার,(৫৬০০০০) পাঁচ লক্ষ ষাট হাজার এবং (১০৫০০০০) দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সুতারপাড়ার দেলোয়ার মাঝি নামে এক ব্যক্তি সর্বোচ্চ রেট দেওয়ায় এবারের ইজারাদার হিসাবে তার নামটি উঠে আসে। পূর্বে আশি হাজার (৮০০০০) ,একলক্ষ দশ হাজার (১১০০০০০) এবং গত বছর দলীয় রেশারেশির কারনে কোন প্রক্রিয়া ছাড়াই হাটের কার্যক্রম চালান এলাকাবাসী। এনিয়ে এলাকায় নানা সমালোচনা শুরু হয়ে গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়- যে হাটে একসময় কোন টাকা পয়সা ছাড়া কোরবানির গরু-ছাগল বিকিকিনি হতো সেই হাট আজ এত টাকায়? তাছাড়া হাটটিতে গরুর হাটের জন্য কোন নির্দিষ্ট জায়গা নেই,সবই ব্যক্তি মালিকানা। সেখানেও রয়েছে অনিশ্চয়তা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা এর সত্যতা শিকার করে সরকারী তালিকাভুক্ত অনলাইন ও প্রিন্ট মিডিয়া দৈনিক আগামীর সময়কে বলেন সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে এবং জেলা প্রশাসক এর নির্দেশে সরকারের ভাবমূর্তি ও জনগনের উন্নয়ন উপকারে যা যা করনীয় তাই করেছি বলে এতবড় অংকের ইজারাদার নিয়োগ পেতে প্রশাসন সক্ষম হয়েছে। আমি আশা করি এর ধারাবাহিকতা বজায় থাকবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment