দোহারে ইস্টার্ন ব্যাংকের অর্থায়নে ৫ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ

দোহারে ইস্টার্ন ব্যাংকের অর্থায়নে ৫ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ

 নিজস্ব প্রতিবেদক ঃ

ঢাকার দোহার উপজেলায় ইস্টার্ন ব্যাংক লি. এর অর্থায়নে ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের সার্বিক তত্বাবধানে করোনায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) দিনব্যাপী উপজেলার ৭টি ইউনিয়ন ও দোহার পৌরসভায় এলাকায় এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। ৭টি ইউনিয়নের মধ্যে রয়েছে- মুকসুদপুর, নারিশা, সুতারপাড়া, রাইপাড়া, কুসুমহাটি, মাহমুদপুর ও বিলাসপুর ইউনিয়ন। দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা তুলে দেন। এসময়ে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ, দোহার উপজেলা আওয়ামী লীগের- সাংগঠনিক সম্পাদক এম.এ রহিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলমাছ উদ্দিন, সদস্য- দেলুয়ার হোসেন, বাশার মৃধা, মো. তরুন, মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা রুবেল, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের- সভাপতি বখতিয়ার হোসেন লেবু, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, সাবেক সভাপতি সেলিম তালুকদার, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের- সভাপতি শেখ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মন্ডল, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের- সভাপতি ফারুকউজ্জামান পেশকার, জয়পড়া বাজার ব্যবসায়ী বহুমুখী সমবার সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন মাঝি, সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন, দোহার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল আশরাফ খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মাসুম, মুকসুদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুস দেওয়ান, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম মানিক, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক শরীফ হাসান, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. গিয়াসউদ্দিন সোহাগ, সহ-সভাপতি মাজহারুল ইসলাম রাকিব, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. উদয় হোসাইন, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব-উর রহমান শিকদার প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন