দোহারে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে

দোহারে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে
দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকার দোহারে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৮শে জানুয়ারি উপজেলার জয়পাড়া কলেজ মাঠে দোহার অর্গানিক এগ্রো এর আয়োজনে এই উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।  দিন ব্যাপি চলে এই মেলা ও পিঠা উৎসব।
দোহার অর্গানিক এগ্রো এর এডমিন নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও এডমিন রাজিব শরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া।
আরো উপস্থিত ছিলেন,  বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান রোমান মিয়া, অস্ট্রেলিয়া প্রবাসী হর্টিকালচারিস্ট কালাম খান, ইকরাশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, জয়পাড়া কলেজের শিক্ষকবৃন্দ সহ আরো অনেকে।
এসময় বিভিন্ন অর্গানিক পদ্ধতিতে রাসায়নিক মুক্ত উৎপাদিত শাক সবজি সহ পিঠার স্টলে বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করতে দেখা যায়। স্টল গুলোতেও ছিলো শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ভীড়।
এরকম উদ্যোগকে স্বাগত জানান, আমন্ত্রিত অতিথিরা। এধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তারা।

আপনি আরও পড়তে পারেন