দোহারে জয়পাড়া ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

দোহারে জয়পাড়া ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 আবুল হাশেম ফকির

দোহার উপজেলায় অবৈধভাবে একই লাইসেন্সে ফার্মেসিতে (মানব ও পশুর)দুইরকম ঔষদ অবাধে ক্রয়-বিক্রয় ও মওজুদ করার অপরাধে একটি ফার্মেসি সহ ঔষধ বিক্রেতাকে শেষবারের মত সতর্কতা সহ অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দোহারে জয়পাড়া ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমী)মো. ইমরুল হাসানের ভ্রাম্যমাণ আদালতে এ দন্ড দেন। বৃহস্পতিবার দুপুর ১.৩০ টায় জয়পাড়া ফার্মেসিতে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঐ ফার্মেসিতে বাজার নিষিদ্ধ মানব এবং পশুর ঔষদ একই ফার্মেসিতে অবাধে বিকিকিনি করছিলো। এসময় জয়পাড়া ফার্মেসিকে ২৫০০০ টাকা ও ঔষধ বিক্রেতা শিমুল পালকে সতর্ক করে দেওয়া হয়। একই লাইসেন্সে (মানব ও পশুর( দুইরকম ঔষদ বিকিকিনি করা ও মওজুদ রাখা ঔষধ আইন ১৯৪০-এর ২৭ ধারায় দন্ডনীয় অপরাধ করায় এই জরিমানা করা হয় বলে আগামীর সময়কে জানান ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment