দোহারে নিরাপদ সড়ক দিবস পালিত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

“পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির” এই প্রতিপাদ্যে ঢাকার দোহারে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমাবার বেলা সাড়ে ১২টায় জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ও বেগম আয়েশা গার্লস স্কুল কলেজে পৃথক কর্মসূচীর আয়োজন করে। উপজেলা ফটক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফিরে এসে বেগম আয়েশা গার্লস পাইলট স্কুল এন্ড কলেজের সামনে নিরাপদ সড়কের দাবীতে একটি মানববন্ধন করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, দোহার থানার ওসি (তদন্ত) ইয়াসিন মুন্সি, বেগম আয়েশা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম, জয়পাড়া পাইলটের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান প্রমূখ। পরে চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করার পাশাপাশি জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে নিরাপদ সড়কের জন্য লিফলেট বিতরণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment