দোহারে নির্বাচনী যৌথসভা অনুষ্ঠিত

দোহারে নির্বাচনী যৌথসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী আলোচনা ও যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে ২৫শে সেপ্টেম্বর রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের মাঠে মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফারুকউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক বেপারী, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন, আওয়ামীলীগ নেতা বাশার মৃধা, নাসির উদ্দিন সেলিম, হুমায়ুন কবির, মনির হোসেন, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়ূব আলী, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ নাসির উদ্দিন, কৃষক লীগের সহ-সভাপতি নুরুজ্জামান মোড়লসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোহার উপজেলার অবহেলিত মাহমুদপুর ইউনিয়নের উন্নয়নের জন্য নৌকার পক্ষে সকলকে কাজ করতে হবে। চেয়ারম্যান পদে যাকে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক দেয়া হবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করে নৌকার জয় সুনিশ্চিত করবো। আমরা দোহার নবাবগঞ্জের অভিভাবক ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের হাতকে শক্তিশালী করতে, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেনের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো।
এসময় দলীয় মনোনয়ন নৌকা প্রতীক প্রত্যাশী চারজন প্রার্থীর নাম ঘোষণা করাহয়। প্রার্থী চার জন হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুকউজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ পত্তনদার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়ূবআলী এবং উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি নুরুজ্জামান মোড়ল। এসময় প্রার্থীরা সকলেই বলেন, যাকে নৌকা প্রতীক দেয়া হবে বাকীরা সকলেই নৌকার হয়ে কাজ করবো।

আপনি আরও পড়তে পারেন