দোহারে বাল্যবিবাহের অপরাধে অর্থদন্ড

দোহারে বাল্যবিবাহের অপরাধে অর্থদন্ড
নিজস্ব প্রতিনিধি,
ঢাকার দোহারে বাল্যবিবাহ দেয়ার আপরাধে একজনকে ৪০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েজে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পূর্ব ধোয়াইর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পূর্ব ধোয়াইর এলাকার মোশারফ হোসেন এর ছেলে সিয়াম আহমেদ (২০) এর সাথে পাশের এলাকা শিলাকোঠা গ্রামের বাহারুল ইসলাম নুরু’র ১৩ বছরের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মনিকা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৪ দিন পূর্বে ছেলে ও মেয়ে পালিয়ে যায়। পরে বরের বাবা মোশারফ হোসেন মেয়ের পরিবারকে না জানিয়ে তাদের বিয়ে দেন।
খবর পেয়ে বুধবার সকালে বর ও কনের বাবাকে হাজির করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি। বাল্যবিবাহ ও এই কাজে সহায়তা করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর (৮) ধারায় বরের বাবা মোশারফ হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

আপনি আরও পড়তে পারেন