দোহার নবাবগঞ্জে ইউপি নির্বাচনে ভোট গ্রহন ৩১ জানুয়ারী

দোহার নবাবগঞ্জে ইউপি নির্বাচনে ভোট গ্রহন ৩১ জানুয়ারী
নিজস্ব প্রতিনিধি,
ষষ্ঠ ধাপে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা সহ মোট ২১৯ টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শনিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের ৯২তম সভা শেষে সংবাদ সম্মেলনে ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ তফসিল অনুমোদন দেওয়া হয়।
তফসিল অনুযায়ী, ৩ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত করা যাবে। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি এবং ভোটগ্রহণ ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

জানা যায়, ৬ষ্ঠ ধাপে দোহারের নয়াবাড়ি, কুসুমহাটি, বিলাসপুর, নারিশা ও মুকসুদপুর এই ৫টি ইউনিয়নে নির্বাচন হবে। তবে বাকী তিনটি রাইপাড়া, সুতারপাড়া ও মাহমুদপুর ইউনিয়নে আপাতত নির্বাচন হচ্ছে না।

আপনি আরও পড়তে পারেন