দোহার পৌরসভায় পিঠা উৎসব

দোহার পৌরসভায় পিঠা উৎসব
সাইফুল ইসলামঃ
ঢাকা দোহার পৌরসভায় উৎসব মুখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩০শে জানুয়ারী সকাল ৯টা হতে দোহার পৌরসভা চত্বরে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে ২৪টি পিঠার স্টলে শীতকালীন বিভিন্ন রকমারি পিঠা পুলি বিক্রি করা হয়।
পৌরসভার মেয়র আলমাস উদ্দিনের সভাপতিত্বে পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
আরো উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান,  নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, দোহার থানা ওসি তদন্ত আজহারুল, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া,   আওয়ামীলীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান রোমান মিয়া, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, রায়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আয়ূব আলী সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
আমন্ত্রিত অতিথিরা পিঠার স্টলগুলো পরিদর্শন করেন এবং জাজমেন্ট আসনের অতিথিরা পিঠা ও স্টল পরিদর্শন করেন।
এসময় পিঠার মান ও স্টলের পরিবেশের ভিত্তিতে বিজয়ী স্টল মালিকদের মাঝে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এসময় জাজমেন্টের আসনের দ্বায়িত্ব পালন করেন, রন্ধন শিল্পী ও ঢাকা জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জয়নব বেগম জলি খান, রন্ধন শিল্পী কল্পনা রহমান, রন্ধন শিল্পী সিতারা ফেরদৌস,  জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম খালেক, বেগম আয়শা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলসুম বেগম প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন