দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশ

ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই ধাক্কা খেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১২৯ রানে অলআউট বাংলাদেশ ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বীতাই গড়ে তুলতে পারেনি। ৫৫ বল বাকি থাকতেই হেরেছে আট উইকেটে। সিরিজে ১-০তে এগিয়ে যায় উইন্ডিজ।

সিরিজে জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখতে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেলে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ক্যারিবীয়দের মুখোমুখি হবে টাইগাররা। এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কারা খেলবেন, সেই ব্যাপারে নানারকম গুঞ্জন শোনা গেছে। প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে একাই লড়েছেন সাকিব। সবার ব্যর্থতার আরো বেশি চোখে পড়েছে ক্যারিবীয়দের ছক্কার ঝড়ে বল মাঠের বাইরে যাওয়ায়। সেক্ষেত্রে রুবেল হোসেন দলে আসতে পারেন আবু হায়দার রনির পরিবর্তে। তবে অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামার বেশি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

মিরপুরে টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটিং ইনিংসের গড় রান ১৪৮ এবং দ্বিতীয় ইনিংসে ১২৭। বাংলাদেশের বিপক্ষে এই মাঠেই নিউজিল্যান্ড খেলেছিল ২০৪ রানের ইনিংস। সর্বোচ্চ ১৯৪ রান তাড়া করে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। তবে টাইগাররা এই মাঠে আফগানিস্তানকে মাত্র ৭২ রানে অল আউট করেছিল।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment