দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচন গাইবান্ধার দুই পৌরসভার ভোট গ্রহণ ১৬ জানুয়ারী

দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচন গাইবান্ধার দুই পৌরসভার ভোট গ্রহণ ১৬ জানুয়ারী

মোঃ সাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ

দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচন গাইবান্ধার দুই পৌরসভার ভোট গ্রহণ ১৬ জানুয়ারী
দ্বিতীয় ধাপে দেশের ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। বুধবার(২রা ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বিতীয় ধাপের ৬১টি পৌর ভোটের তফসিল ঘোষণা করা হয়।নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর তফসিল ঘোষণা করেন।

 ঘেষিত তফসিলে এ ৬১টি পৌরসভা নির্বাচনের তালিকায় গাইবান্ধার দুটি পৌরসভা রয়েছে।সে পৌরসভা দুটি হলো- গাইবান্ধা সদর উপজেলাধীন গাইবান্ধা পৌরসভা ও সুন্দরগঞ্জ উপজেলাধীন সুন্দরগঞ্জ পৌরসভা।

 তফসিল অনুযায়ী ২০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, মনোনয়নপত্র বাছাই হবে ২২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর। এই ৬১ পৌরসভার মধ্যে ২৯টিতে ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

বাকি ৩২টিতে ভোট হবে ব্যালটে।ঘোষণা অনুযায়ী গাইবান্ধা পৌরসভা ও সুন্দরগঞ্জ পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোটের তফসিল ঘোষণা করা হয়েছিল।

ঐ ধাপে গাইবান্ধার ১টি পলাশবাড়ী পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ধাপের ২৫টিতে ভোট গ্রহণ করা হবে ২৮ ডিসেম্বর। উল্লেখ্যঃ-গাইবান্ধা জেলায়-গাইবান্ধা পৌরসভা, সুন্দরগঞ্জ পৌরসভা, পলাশবাড়ী পৌরসভা ও গোবিন্দগঞ্জ পৌরসভা এ মোট ৪টি পৌরসভা রয়েছে।এরমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে ৩টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আপনি আরও পড়তে পারেন