দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন আন্দ্রে রাসেল

দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন আন্দ্রে রাসেল

শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। শনিবার (২৮ নভেম্বর) লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো কিংসের হয়ে মাত্র ১৪ বলে গল গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ফিফটি পান ডানহাতি ব্যাটসম্যান।

এর আগে শ্রীলঙ্কার মাটিতে সর্বোচ্চ ২০ বলে ফিফটি পেয়েছিলেন গল গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক শহীদ আফ্রিদি।

বৃষ্টিতে গল ও কলম্বোর ম্যাচটি নেমে আসে ৬ ওভারে। টস জিতে ব্যাটিং করতে নেমে কলম্বোর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুউস রাসেলকে ওপেনিংয়ে পাঠান। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের করা প্রথম বলে রান পাননি রাসেল। পরের পাঁচ বলে রাসেল ছয় মারেন দুইটি, চার তিনটি। অতিরিক্তসহ আমির প্রথম ওভারেই দেন ২৬ রান।

দ্বিতীয় ওভারে ফার্নান্দোকে এক ছক্কা ও তিন চার হাঁকান রাসেল। ব্যাটিংয়ের এ ধারাবাহিকতা ধরে রাখেন পরের ওভারগুলোতেও। চতুর্থ ওভারের চতুর্থ বলে আমিরকে বাউন্ডারিতে পাঠিয়ে পঞ্চাশে পৌঁছান রাসেল। ১৪ বলে রাসেল পৌঁছে যান ল্যান্ডমার্কে। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার দ্রুততম ফিফটি। এর আগে ২০১৫ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৯ বলে ফিফটি ছুঁয়েছিলেন রাসেল।

ফিফটির পরও থামেননি তিনি। ১৯ বলে খেলেন ৬৫ রানের ইনিংস। ৯ চার ও ৪ ছক্কায় সাজান তার ইনিংসটি। ১০ বলে ২১ রান করে দলের দাবি মেটান লরি ইভান্স। সব মিলিয়ে ৬ ওভারে ৯৬ রানের পুঁজি পায় কলম্বো।

লক্ষ্য তাড়ায় ৬২ রানের বেশি করতে পারেনি গল। গুনাথিলাকা ১৫ বলে ৩০ করলেও বাকিরা ঝড়ো ব্যাটিং করতে পারেননি। আফ্রিদি ৬ বলে করেন মাত্র ১২ রান। আজম খান ৩ বলে করেন ১০। ৩৩ রানে জয় পায় রাসেলের দল কলম্বো। ম্যাচসেরার পুরস্কারও উঠে তার হাতে।

আপনি আরও পড়তে পারেন