ধীরগতির ব্যাটিংয়ে তিনশর আগেই থামল বাংলাদেশ

পঞ্চাশ ওভারের ম্যাচ হলেও বাংলাদেশ দল তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি যেন টি-টোয়েন্টি ভেবেই খেলতে নামে। শুনতে কিছুটা অবাকই লাগতে পারে, মনে হতে পারে কুড়ি ওভারের ম্যাচের মতো বোধহয় বলকে পিটিকে ছাতু বানিয়েছেন টাইগার ব্যাটসম্যানরা। তবে হয়েছে ঠিক তার উল্টোটা। জিম্বাবুয়ের বোলারদের সমীহ করে ৩০০ বলের ১৪৮টি-ই ডট দিয়েছে সফরকারীরা।

পঞ্চাশ ওভারের ইনিংসে ডট হয়েছে প্রায় ২৫ ওভার। অর্থাৎ নিজেরা ব্যাট থেকে রান তুলেছে ২৫ ওভারে। যেখানে ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ড ২৯০ রানের সংগ্রহ পেয়েছে অধিনায়ক তামিম ইকবালের দল। এই রানের মধ্যে ২৯টি চার ও ৪ ছয়ে বাউন্ডারি থেকেই এসেছে ১৪০ রান। ব্যাটসম্যানদের এমন ধীরগতিসম্পন্ন ব্যাটিংয়ের কারণে স্কোর বোর্ডে বিশাল সংগ্রহ পায়নি বাংলাদেশ দল।

 

 

আপনি আরও পড়তে পারেন