নবাবগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতঃ অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতমকে সাসপেন্ড

নবাবগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতঃ অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতমকে সাসপেন্ড
দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকার নবাবগঞ্জে ইসলাম ধর্ম ও মহানবী (সঃ) কে নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতো আঘাত হানার অপরাধে অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতম মন্ডলকে সাসপেন্ড করা হয়েছে। একই সাথে নবাবগঞ্জ থানায় অভিযুক্ত প্রীতম মন্ডল ও আলোক সরকার কার্তিকের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হয়েছে।
শুক্রবার সকালে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও দোহার সার্কেল এএসপি আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দোহার সার্কেল এএসপি আরিফুল ইসলাম বলেন, ইসলাম ধর্ম ও মহানবী (সঃ) এর অবমাননাকারী অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতমকে সাসপেন্ড করা হয়েছে এবং তার রিমান্ড আবেদন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীগণকে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
রাষ্ট্রের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ এরপরও কেউ যদি সাম্প্রদায়িক বিশৃংখলা সৃষ্টি করতে চায় তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনি আরও পড়তে পারেন