নবাবগঞ্জে নাট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

নবাবগঞ্জে নাট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নে নলগোড়া, চরখলশী, বড়নবগ্রাম ও সাপলেজা গ্রামের সার্বজনীন শিব মন্দির ও মহাশ্মশানে নাট মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছে।

শুক্রবার বিকাল ৫টায় মন্দির প্রাঙ্গনে উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা সনাতন ধর্মাবলম্বী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও আইরিশ এন্টারপ্রাইজের কর্ণধার প্রদীপ কুমার সাহা ও স্থানীয় সমাজকর্মী অভিরাম বৈদ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি অবিনাশ বৈদ্য। মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় বৈদ্যের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক এজাজ আহমেদ পান্না, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সদস্য মনিরুজ্জামান তুহিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূর আলম, সমাজকর্মী নোমান মামুন, স্থানীয় সমাজকর্মী- দিলিপ বৈদ্য, কিরণ বৈদ্য, গণেশ বিশ্বাস, নিমাই বিশ্বাস, সুধীর বৈদ্য প্রমুখ।

 

আপনি আরও পড়তে পারেন