নবাবগঞ্জে সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে, ৯৩ হাজার টাকা জরিমানা

নবাবগঞ্জে সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে, ৯৩ হাজার টাকা জরিমানা

কঠোর লকডাউনে সরকারী নির্দেশনা অমান্য করে ঢাকার নবাবগঞ্জে দোকান খুলেছিল ব্যবসায়ীরা। ঠিক তখনই হাজির ভ্রাম্যমাণ আদালত। দোকান খোলা রাখার দায়ে দোকানীকে গুনতে হলো জরিমানা। নবাবগঞ্জে রবিবার (২৫ জুলাই) দিনব্যাপী উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়৷ অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ.এম সালাউদ্দীন মনজু এবং সহকারী কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল। এসময় লকডাউন অমান্য করায় দোকানী ও গাড়িচালকসহ ৩০ জনকে দেওয়া হয় ৯৩ হাজার ৬’শত টাকা অর্থদণ্ড।

উপজেলার বাহ্রা, কলাকোপা, যন্ত্রাইল, চন্দ্রখোলা, শোল্লা, কোমরগঞ্জ, নবাবগঞ্জ চৌরাস্তা, বাগমারাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়৷ অভিযানে পুলিশ, সেনা, বিজিবি ও আনসার সদস্যরা সহযোগিতা করেন৷

কঠোর লকডাউন বাস্তবায়নে এই অভিযান চলমান থাকবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আপনি আরও পড়তে পারেন