নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রীতে টরনেডোরের আঘাতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয় ক্ষতি

13925320_931062833671374_2150733992390824802_n

মোঃ নাজমুল হোসেন
স্টাফ রিপোর্টার
agamirsomoy.com

গত সকাল সোয়া এগারোটার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রীতে টরনেডোরের আঘাতে ৪ জন লোক সহ ঘড়-বাড়ি, রাস্তা-ঘাট, স্কুল, বাজার, গবাদী পশু, মন্দির, বিদুৎতের খুটি, মাদ্রাসার প্রায় দেড় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারোনা করা হচ্ছে।
নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রীতে টরনেডোরের আঘাতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয় ক্ষতি
আহতরা হলো মনির (১৯), আলামিন (১৮) এবং প্রিয়া (৮)।  বিদুৎ সংকটে আছে প্রায় ৪০ হাজার মানুষ। স্থানীয় লোক বাড়ৈই সরকার বলেন, আনুমানিক সোয়া এগারোটার দিকে হালকা বৃষ্টি হচ্ছিলো আমি তখন বাইরে কাজ করতে ছিলাম। হঠাৎ দেখি আমার চারো পাশটা হলুদ রঙ্গ ধারন করলো।  মূহুর্তের মধ্যে চারো পাশটা কালো হয়ে গেলো । সাথে সাথে গোল হয়ে বাতাস বইতে লাগলো।

টরনেডোর আঘাতে বিদস্ত হয়েছে প্রায় ২৫০ টির ও বেশী পরিবার। তাদের এখন থাকার যায়গা নেই।
আজ দুপুরের দিকে প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরনের কথা রয়েছে। প্রত্যেক পরিবারকে আনুমানিক ৩০ কেজি চাল এবং ২০০০ টাকা দেওয়া হবে বলে ধারনা করা হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment