নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে বখাটে আটক

নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে বখাটে আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর উচ্চ বিদ্যালয়ের কাছে বখাটেপণার সময়ে সোহেল হোসেন (১৯) নামে এক বখাটেকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে এঘটনা ঘটে।

সূত্র জানায়, বিদ্যালয়ের আশপাশে বিভিন্ন সময়ে ছাত্রীদের উত্ত্যক্ত করতো বখাটেরা। বিভিন্ন সময়ে বখাটেদের সাবধানও করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার দুপুরে বিদ্যালয় ছুটি হওয়ার আগে খানেপুর-আলালপুর সেতুর পূর্বপারে অবস্থান করছিল আলালপুর গ্রামের সোহেল হোসেন (১৯), সাজ্জাদ (১৯), মুন্সিনগর গ্রামের সজল (১৯), সাইফুল (১৮), আব্দুল (১৭) সহ ১২/১৫জন যুবক। এসময় তারা একে অপরের শরীরে আটা ছিটিয়ে বখাটেপণা করছিল। তারা রাস্তা আটকে যান চলাচল ব্যহত করছিল। এসময় প্রধান শিক্ষক বিদ্যালয়ের সিসি ক্যামেরায় দৃশ্য দেখতে পেয়ে তাদের স্থান ত্যাগ করতে বলেন। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষককে দেখে নেয়ার হুমকি প্রদান করেন।

নদীতে গোসল করতে আসা এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে বখাটেদের ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। এসময় সোহেল হোসেনকে আটক করা হয়। পরে তাকে নবাবগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়।

খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন জানান, ১৪/১৫ জনের সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন সময়ে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। বিদ্যালয় ছুটি হওয়ার আগে সিসি ক্যামেরায় বখাটেপণা দেখতে পাই। পরে তাদের ঘটনাস্থল থেকে চলে যেতে বললে তারা অসদাচরণ করে।

নবাবগঞ্জ থানার এএসআই জয়নাল আবেদীন বলেন, আটককৃত সোহেল বলেছে- ওরা আটা ছিটিয়ে জন্মদিন পালন করছিল। তাকে থানায় আনা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মঞ্জু বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। আপনার কাছে জানলাম। শুধু ইভটিজিং নয় আইন বহির্ভূত কোন কিছুর সাথেই আপস নয়। আটককৃতের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবেন।

আপনি আরও পড়তে পারেন