নভেম্বর দোহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচনঃ মনোনয়ন দাখিল ১৯০টি

নভেম্বর দোহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচনঃ মনোনয়ন দাখিল ১৯০টি
দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকার দোহার উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ নভেম্বর। নির্বাচন কমিশনের তথ্য মতে দোহার উপজেলার সুতারপাড়া, রাইপাড়া ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার মনোনয়ন দাখিল শেষ হয়েছে। এ পর্যন্ত সুতারপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ০৯ জন।এরা হলেন শেখ নাসির উদ্দিন, আব্দুল মালেক, মেহেদী হাসান সাদ্দাম, চঞ্চল, মো. আজাদ রহমান, হায়দার আলী বেপারী, পারুল আক্তার, নুরুল আলম,, বায়েজীদ হোসেন। সংরক্ষিত আসনে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৪৫ জন।
রাইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ০৫ জন।এরা হলেন- মো. আমজাদ হোসেন,মোহাম্মদ আলী হোসেন, মো. শহীদুল, আ. রশিদ, মো. নুরুল হক। সংরক্ষিত আসনে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৯ জন।
মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ০৫ জন।এরা হলেন- আইয়ুব আলী,নুরুল ইসলাম, গিয়াস উদ্দিন, আইয়ুব আলী, এ.এইচ.এম ফারুক উজ্জামান, তাজেল ইসলাম খাঁ। সংরক্ষিত আসনে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪০ জন।
তিন ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক প্রার্থীরা হলেন সুতারপাড়া ইউপিতে শেখ নাসির উদ্দিন, রাইপাড়া ইউপিতে মো. আমজাদ হোসেন এবং মাহমুদপুর ইউপিতে বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, গত ২০ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর দোহার উপজেলার সুতারপাড়া, রাইপাড়া ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন বাছাই ১০ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ২ নভেম্বর।

আপনি আরও পড়তে পারেন