নিউজিল্যান্ডে সরফরাজ-আমিররা

পাঁচ ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ শুরু হচ্ছে ৬ জানুয়ারি থেকে।

মূল মঞ্চে মাঠে নামার আগে ৩ জানুয়ারি নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে সফরকারীরা। দুবাই হয়ে শুক্রবার রাতে অকল্যান্ডে পৌঁছান পাকিস্তানের ক্রিকেটাররা। একই ফ্লাইটে ছিলেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা।

বিমানে দেখা হয়েছিল পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়ের। ভারতের যুব দলের কোচ হিসেবে কাজ করছেন রাহুল দ্রাবিড়।

নিজের টুইটারে ছবি পোস্ট করে হাফিজ লিখেছেন, ‘‘‘দ্য ওয়াল রাহুল’’ ভাইয়ের সাথে দেখা হল। অসাধারণ এক ব্যক্তিত্ব। ক্রিকেট নিয়ে সব সময় তার সাথে আলোচনা করা দারুণ এবং আপনাকে পথ দেখাবে। তার সাথে মাঠে খেলতে পেরে গর্বিত। দেখা হয়ে ভালো লাগল। ভালো থাকবেন।’

পাঁচ ওয়ানডের ফিক্সচার

জানুয়ারি ৬: প্রথম ওয়ানডে, বেসিন রিজার্ভ (ওয়েলিংটন)

জানুয়ারি ৯: দ্বিতীয় ওয়ানডে, সাক্সটন ওভাল, (নেলসন)

জানুয়ারি ১৩: তৃতীয় ওয়ানডে, ইউনিভার্সিটি ওভাল (ডুনেডিন)

জানুয়ারি ১৬: চতুর্থ ওয়ানডে, সেডন পার্ক (হ্যামিলটন)

জানুয়ারি ১৯: পঞ্চম ওয়ানডে, বেসিন রিজার্ভ (ওয়েলিংটন)

তিন টি-টোয়েন্টির ফিক্সচার

জানুয়ারি ২২: প্রথম টি-টোয়েন্টি, ওয়েস্টপ্যাক স্টেডিয়াম (ওয়েলিংটন)

জানুয়ারি ২৫: দ্বিতীয় টি-টোয়েন্টি, ইডেন পার্ক (অকল্যান্ড)

জানুয়ারি ২৮: তৃতীয় টি-টোয়েন্টি, বে ওভাল (মাউন্ট ম্যাঙ্গানিউ)

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment