নিকলীতে জলমহালে মৎস্য অভ্যয়াশ্রমের জন্য পপি রিকল এর চেক প্রদান

হিমেল আহমেদ, নিকলী (কিশোরগঞ্জ ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলীতে জলমহালে মৎস্য অভ্যয় আশ্রম তৈরী জন্য স্থানীয় মৎস্য অফিসকে পপি রিকল ২০২১ প্রকল্প দুই লক্ষ টাকার চেক প্রদান করেছে। আজ ১৯ আগষ্ট রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, ইউ.ডি.এফ. দূর্গা রানী সাহাকে সঙ্গে নিয়ে পপি রিকল ২০২১ এর প্রকল্প সমন্বয়ক মোঃ ফেরদৌস আলম উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হাই (অঃদাঃ) নিকট দুই লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। পপি রিকল ২০২১ প্রকল্প এর দেওয়া টাকা উপজেলা গুরুই জলমহালে মৎস্য অভ্যয়াশ্রম তৈরির জন্য দেওয়া হয়েছে বলে জানা যায়। অভ্যয়াশ্রম তৈরির ফলে জলমহালের বিলুপ্ত প্রায় মাছ ডিমওয়ালা মাছ সংরক্ষণ ও মাছের বংশ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে জানায়, প্রকল্প সমন্বয়ক মোঃ ফেরদৌস আলম ও দৌলতপুর মৎস্যজীবি সমবায় সমিতির সদস্যবৃন্দ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment