নিয়ন্ত্রণ হারিয়ে গাছ ভেদ করে পদ্মা এক্সপ্রেস, শিশু নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে গাছ ভেদ করে পদ্মা এক্সপ্রেস, শিশু নিহত

চাঁদপুর-কুমিল্লা সড়কে পদ্মা এক্সপ্রেস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ঢাক্কা লেগে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বাসে থাকা আরও ১০ যাত্রী। তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠনো হয়।

রোববার (৫ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সদরের চাঁদখার বাজার এলাকার এম এম নুরুল হক উচ্চবিদ্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি জানান চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ।

নিহত ৮ মাসের শিশু সুমনা চাঁদপুর সদরের খলিশাডুলি এলাকার। এ ঘটনা তার বাবা-মা গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া পদ্মা এক্সপ্রেস বাসটি চাঁদপুর শহরতলির চাঁদখার বাজারের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ওই সময় বাসের সামনের অংশে গাছ ঢুকে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই শিশু নিহত হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, সকালে চাঁদখার বাজার এলাকায় পদ্মা নামক বাসের দুর্ঘটনার খবর পাই। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নিহত শিশু সুমনার মরদেহ তার পরিবারের তাছে হস্তান্তর করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন