পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

কনকনে বাতাস ও ঘনকুয়াশায আবার ও জেঁকে বসেছে শীত। তীব্র শীতে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন দিন তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৮ টার পর রোদের দেখা মিললেও শীতের তীব্রতা রয়েছে।

তীব্র শীতের কারণে নিম্ন আয়ের লোকজন পড়েছে চরম দুর্ভোগে। গভীর রাত থেকে ভোর পর্যন্ত গুঁড়িগুঁড়ি বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা ঝরছে। তীব্র ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য রাস্তার পাশে খড়-কুটো জ্বালিয়ে শ্রমজীবী মানুষেরা শীত নিবারণের চেষ্টা করছে। গরম কাপড়ের অভাবে অনেক দরিদ্র মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছে না। দ্রুত সরকারি বেসরকারি সহায়তা চেয়েছেন তারা।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রহিদুল ইসলাম সময় সংবাদকে জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন থেকে তাপমাত্রা উঠা-নামা করেছে।

শনিবার সকাল ৯ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।

 

 

আপনি আরও পড়তে পারেন