পরাণের কথা শোনালেন মিম

পরাণের কথা শোনালেন মিম

ঢাকাই সিনেমার ‘সুন্দরী’ নায়িকা বিদ্যা সিনহা মিম। এপার বাংলা ছাড়িয়ে ওপার বাংলারও কয়েকটি সিনেমার অভিনয় করেছেন। সেগুলোর জন্যও কুড়িয়েছেন প্রশংসা, পেয়েছেন দর্শকের ভালোবাসা। ফলে দুই বাংলার ভক্তরাই এখন অপেক্ষায় থাকেন মিমের নতুন সিনেমার জন্য। তবে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘সাপলুডু’র পর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। মূলত করোনার কারণেই বড় পর্দা থেকে দূরে ছিলেন নায়িকা। তবে আবারও প্রেক্ষাগৃহে ফিরছেন তিনি।

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত ‘পরাণ’। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় ‘সুইটহার্ট’ তারকা অভিনয় করেছেন ইয়াশ রোহান ও শরিফুল রাজের সঙ্গে। সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতা এবং প্রত্যাশার কথা ঢাকা পোস্টের সঙ্গে শেয়ার করেছেন নায়িকা।

‘পরাণ’-এ কাজের অভিজ্ঞতা কেমন? জানতে চাইলে মিম বলেন, ‘এই সিনেমায় কাজের অভিজ্ঞতা অনেক ভালো। দর্শক একদম অন্যরকম একটা চরিত্রে, অন্যরকম একটা লুকে আমাকে দেখতে পাবেন। অনেক দিন পর ঈদে আমার ছবি আসছে। সেদিক থেকে খুবই এক্সাইটেড। এডিটিং প্যানেলে পরিচিত যারা ছবিটা দেখেছেন, প্রশংসা করেছেন। বলেছেন ভালো হয়েছে। বাকিটা দেখা যাক, কী হয়।’

সিনেমার দৃশ্যে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম
সিনেমার দৃশ্যে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম

টিজার দেখে অনেকেই ধরে নিয়েছেন, এটা বরগুনার সেই রিফাত-মিন্নির ঘটনা নিয়ে নির্মিত। যা নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে নানান আলোচনাও আছে। এ বিষয়েও মুখ খোলেন নায়িকা, ‘টিজার দেখে মানুষ অনেকরকম অনেক কিছু ভাবতেই পারে। ব্যাপারটা এমন নয় যে তাদের ঘটনা নিয়েই সিনেমাটি। তবে হ্যাঁ, এটা আমাদের আশেপাশের কোনো একটা কাহিনি থেকে অনুপ্রাণিত। সত্য ঘটনা, যেটা রাফি ভাই বলে। কিন্তু এটা ওদেরই গল্প এমন কিছু না। আমাদের আশেপাশে অনেক ঘটনাই থাকে, সেখান থেকে জাস্ট একটা কাহিনি তুলে ধরা।’

এ সিনেমায় নিজের চেয়ে জুনিয়র দুই নায়কের সঙ্গে কাজ করেছেন মিম। তাদের নিয়ে নিজের পর্যবেক্ষণও জানালেন। তার ভাষ্যে, ‘প্রথমবারের মতো ইয়াশ এবং রাজের সঙ্গে কাজ করেছি। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো। ইয়াশ অনেক ভালো অভিনয় করে। রাজও ভালো। শুটিংয়ের সময় দুজনই প্রচুর সিরিয়াস ছিল। খুবই ফ্রেন্ডলি ছিল। যখন সেটে ছিলাম সবাই চরিত্রের মধ্যে ডুবেই অভিনয় করেছি।’

মুক্তি প্রতীক্ষিত সিনেমাটির আরও কিছু দিকও তুলে ধরেন বিদ্যা সিনহা মিম। বলেন, ‘এই টাইপের লুকে আমাকে আগে কখনো দেখা যায়নি। যেখানে আসলে মেকআপ ছিল না বললেই চলে। একদম সাধারণ একটা লুক ছিল আমার। মফস্বলের মেয়েরা যেরকম থাকে। মাত্র স্কুল শেষ করে কলেজে উঠেছে এমন একটা মেয়ের চরিত্র।’

সিনেমার দৃশ্যে ইয়াশ রোহানের সঙ্গে মিম
সিনেমার দৃশ্যে ইয়াশ রোহানের সঙ্গে মিম

নায়িকা আরও যোগ করেন, ‘সবসময় মানুষ নতুন কিছু দেখতে পছন্দ করে। মানুষ নতুন কিছুই পাবে এই ছবিতে। দেখে ভালো লাগবে। এই ছবির সবচেয়ে বড় রহস্য হচ্ছে গল্প। পুরো টিম অত্যন্ত আন্তরিকতা নিয়ে কাজটি করেছে। নির্মাণ এবং অন্যান্য সব কিছু অনেক ভালো হয়েছে। ভালো একটা ছবি, দর্শক অবশ্যই দেখবে। কারণ দর্শক ভালো ছবি দেখতে চায়।’

উল্লেখ্য, ‘পরাণ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এতে আরও আছেন শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু, মিলি বাশার প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী ও নাভেদ পারভেজ। প্রযোজনায় লাইভ টেকনোলজিস।

 

 

 

আপনি আরও পড়তে পারেন