পাকিস্তানি খেলোয়াড়দের বিপিএল ছাড়তে বলেছে পিসিবি

পাকিস্তানি খেলোয়াড়দের বিপিএল ছাড়তে বলেছে পিসিবি

আগামী ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সিলেটে হবে খেলা, এরপর আগামী ৩ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে ঢাকার ওই পর্বের আগেই বিপিএলে থাকা পাকিস্তানি ক্রিকেটারদের ডেকে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম এমনটিই জানিয়েছে।

 

https://agamirsomoy.com/gree-ac-price-list-2023/238174

 

পাকিস্তানি ক্রিকেটারদের ডেকে পাঠানোর মূল কারণ আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ২০ জানুয়ারি এ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের আগামী মৌসুমের সূচি প্রকাশ করে পিসিবি।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানায়, পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে বিপিএল থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ডেকে পাঠাচ্ছে পিসিবি। আগামী ২ ফেব্রুয়ারির মধ্যেই বিপিএল ছাড়তে বলা হয়েছে তাদের।

বিপিএলের এ মৌসুমে কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার খেলছেন শুরু থেকেই। কয়েকজন যোগ দিয়েছেন পরে। উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান আগের রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলে পরদিন ঢাকায় নামেন, এরপর হেলিকপ্টারে চট্টগ্রাম গিয়ে খেলতেও নেমে যান। রংপুরে নিয়মিত অধিনায়ক নুরুল হাসানের অনুপস্থিতিতে শোয়েব মালিক অধিনায়কত্বও করেছেন।

এবার বিপিএলে সবচেয়ে বেশি পাঁচজন পাকিস্তানি ক্রিকেটার আছেন কুমিল্লাতে। রিজওয়ান ছাড়াও কুমিল্লায় আছেন খুশদিল শাহ, হাসান আলী, নাসিম শাহ ও আবরার আহমেদ। সর্বশেষ ম্যাচে প্রথমবারের মতো নেমেই ঝলক দেখিয়েছে ফাস্ট বোলার নাসিম। ঢাকা ডমিনেটরসের বিপক্ষে সে ম্যাচে সেরা খেলোয়াড়ও হয়েছিলেন আরেক পাকিস্তানি খুশদিল শাহ।

আপনি আরও পড়তে পারেন