পিএসএলের দিনক্ষণ ঘোষণা, দেখুন চূড়ান্ত সূচি

পিএসএলের দিনক্ষণ ঘোষণা, দেখুন চূড়ান্ত সূচি

পাকিস্তানের ক্রিকেটারদের আমিরাতে ঢুকতে না দেওয়ায় ৫ জুনে পর্দা ওঠেনি পাকিস্তান সুপার লিগের (পিএসএল)।

স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্টটির বাকি ২০ ম্যাচ নিয়ে অনিশ্চয়তায় পড়ে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এবার দেশটির করোনাবিধির সব নিয়মের যাবতীয় সমস্য মিটিয়ে পুনরায় শুরু হতে চলেছে স্থগিত হয়ে যাওয়া জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজিটি।

ইতোমধ্যে সূচিও চূড়ান্ত করেছে পিসিবি।

ক্রিকবাজ জানিয়েছে, আবুধাবিতে ম্যাচগুলো শেষ করার জন্য আরব আমিরাতের সরকারের কাছে ২৪ জুন পর্যন্ত সময় চেয়েছে পিসিবি। যা মঞ্জুরও হয়েছে। সে অর্থে যে করেই হোক পিএসএল ২০২১-এর ফাইনাল ম্যাচ ২৪ জুন অনুষ্ঠিত হবে।

সেই লক্ষ্যকে মাথায় নিয়েই বাকি ২০ ম্যাচের সূচি নির্ধারণ করেছেন আয়োজকরা।

বৃহস্পতিবার দুপুরে পিএসএলের দিনক্ষণ চূড়ান্ত ঘোষণা করে পিসিবির এক কর্মকর্তা বলেন, মোট ছয় দিন দুটি করে ম্যাচ খেলা হবে। প্রাথমিক রাউন্ডে পাঁচ দিন দুটি করে ম্যাচ হবে। ২১ জুন হবে কোয়ালিফায়ার ও এলিমিনেটর-১ ম্যাচ দুটি। একই দিনে এই গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, একটি ম্যাচের দিনগুলোতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। ডাবল হেডারের দিনে দিনের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এবং দ্বিতীয় ম্যাচ দিবাগত রাত ১২টায় শুরু হবে।

 

প্রসঙ্গত গত ফেব্রুয়ারিতে স্বাস্থ্যবিধি মেনে করাচিতে শুরু হয় এবারের পিএসএল। কিন্তু মার্চের প্রথম সপ্তাহে বায়ো বাবল সুরক্ষায় থেকেও বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফ করোনায় আক্রান্ত হন। ফলে কোনো ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি করে টুর্নামেন্ট স্থগিত করে দেয় পিসিবি। পরে জানানো হয়, আসরের বাকি অংশ পাকিস্তানের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে ১ জুন থেকে আবুধাবিতে টুর্নামেন্টটি শুরু করতে চেয়েছিল পিসিবি। পরে তা ৫ জুনে স্থানান্তরিত হলেও সম্ভব হয়নি।

অবশেষে সব জটিলতার অবসান ঘটিয়ে আগামী ৯ জুন আবুধাবিতে লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ দিয়ে পিএসএলের দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে।

একনজরে পাকিস্তান সুপার লিগের সূচি

৯ জুন: লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড।

১০ জুন: মুলতান সুলতানস বনাম করাচি কিংস। পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স।

১১ জুন: ইসলামাবাদ ইউনাইটেড বনাম কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স।

১২ জুন: কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স বনাম পেশোয়ার জালমি।

১৩ জুন: ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্স। মুলতান সুলতানস বনাম পেশোয়ার জালমি।

১৪ জুন: ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস।

১৫ জুন: কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স বনাম লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমি বনাম করাচি কিংস।

১৬ জুন: মুলতান সুলতানস বনাম কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স।

১৭ জুন: ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি। করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স।

১৮ জুন: মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দার্স।

১৯ জুন: কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স বনাম করাচি কিংস। মুলতান সুলতানস বনাম ইসলামাবাদ ইউনাইটেড।

২১ জুন: কোয়ালিফায়ার ও এলিমিনেটর-১।

২২ জুন: এলিমিনেটর-২।

২৪ জুন: ফাইনাল।

আপনি আরও পড়তে পারেন