পুরান ঢাকায় আবার আগুন; নিয়ন্ত্রণে কাজ চলছে

পুরান ঢাকায় আবার আগুন; নিয়ন্ত্রণে কাজ চলছে

রাজধানীর পুরান ঢাকার নবাবপুরের মানসি সিনেমা হলের সামনে একটি টায়ারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা আড়াইটার দিকে বারেক প্লাজার ওই গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর চকবাজারের চুরিহাট্টা এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। যে ভবনটিতে আগুন লেগেছে সেটি সাত তলা। নাম- ওয়াহেদ ম্যানশন। ভবনটির নিচতলায় কেমিক্যাল গোডাউন এবং প্লাস্টিক তৈরির উপকরণের দোকান ছিল।

ওইদিন রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের আরও ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ভয়াবহ আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে অন্তত ৭০টি তাজা প্রাণ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment