পেঁয়াজ নিয়ে বিপাকে আমদানিকারকরা

ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় গেল পাঁচদিন ধরে সে দেশের অভ্যন্তরে দাঁড়িয়ে আছে প্রায় ২০০ পেঁয়াজ বোঝাই ট্রাক। এদিকে গরম ও অতিরিক্ত বৃষ্টির কারণে নষ্ট হতে শুরু করেছে পেঁয়াজগুলো।

এতে বড় ধরনের লোকসানের মুখে পরতে হবে বলে মনে করছেন আমদানিকারকরা। টেন্ডার অনুমোদিত পেঁয়াজগুলো যেন ভারত সরকার দেয় এমনটি দাবি ব্যবসায়ীদের।

হিলি বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, এদিকে ভারত হতে পেঁয়াজ আমদানির খবরে পেঁয়াজের দাম কমার পর আবারও বেড়েছে। গত দুই দিনের ব্যবধানে প্রতি কেজি প্রকারভেদে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। শুক্রবার প্রকারভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। এতে বিপাকে পরতে হচ্ছে খুচরা বিক্রেতা ও সাধারণ ক্রেতাদের। খুচরা বিক্রেতাদের অভিযোগ সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন আমদানিকারকরা।

আপনি আরও পড়তে পারেন