পেছাচ্ছে সাত কলেজের ভর্তি পরীক্ষা

পেছাচ্ছে সাত কলেজের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও অধিভুক্ত সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে ভার্চুয়ালি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। আগের ঘোষিত সূচি অনুযায়ী ১ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

অধ্যাপক মাকসুদ বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ অক্টোবর বিজ্ঞান ইউনিট, ৩০ অক্টোবর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ৫ নভেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷

তিনি আরও বলেন, বুধবার (১৪ জুলাই) এ সংক্রান্ত আদেশে উপাচার্য স্বাক্ষর করলে ভর্তি পরীক্ষা কমিটিতে রিপোর্ট করা হবে।

এছাড়াও, গত বছরের মতো এবারও সাত কলেজের ভর্তি পরীক্ষা অধিভুক্ত সাত কলেজেই অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার্থীর সংখ্যা বাড়লে কেন্দ্র বাড়ানোর বিষয়ে চিন্তা করা হবে বলেও জানান তিনি।

আপনি আরও পড়তে পারেন