‘পোলার্ডের পরিকল্পনা ছিল ছক্কা মারার’

‘পোলার্ডের পরিকল্পনা ছিল ছক্কা মারার’

বিপিএলে গতকাল দিনের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। হাই ভোল্টেজ ওই ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় রংপুরের বিপক্ষে হেরে যায় সাকিব আল হাসানের ঢাকা।

‘পোলার্ডের পরিকল্পনা ছিল ছক্কা মারার’

শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল ঢাকার। থিসারা পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নেননি পোলার্ড। তৃতীয় বলে ফুলটস পেয়ে মারেন ছক্কা। চতুর্থ বলে আবার সিঙ্গেলের সুযোগ পেয়েও নেননি। কিন্তু শেষ দুই বলে পোলার্ড ও আবু হায়দারকে বোল্ড করে দেন পেরেরা।

শেষপর্যণ্ত ঢাকা ৩ রানের হারকে সঙ্গী করে। দলের হয়ে সংবাদ সম্মেলনে যোগ দিয়ে হতাশার কথা জানিয়ে আবু হায়দার রনি বলেন, ‘অবশ্যই বিষয়টা হতাশার। আমরা খুব ভালো অবস্থানে থেকেও জিততে পারলাম না। আমরা ভালো অবস্থানেই ছিলাম। দূর্ভাগ্যবশত ম্যাচটাতে হেরেছি, সবারই খারাপ লাগছে।’

পোলার্ড শেষ ওভারে সিঙ্গেল না নেওয়ায় অনেকেই সমালোচনায় মেতেছেন তার। তবে পোলার্ডের পাশে দাঁড়িয়ে রনি বলেন, ‘ব্যক্তিগতভাবে কারো সঙ্গে কথা হয়নি। ওর হয়তো পরিকল্পনা ছিল ছক্কা মারার। ওর জন্য দুটি বলই প্রয়োজন ছিল। দূর্ভাগ্যবশত ওর পরিকল্পনাও সফল হয়নি। ম্যাচটি আমাদের ফেভারে আসেনি।’

তারকা খেলোয়াড়ে ঢাকা ডায়নামাইটস ঠাঁসা হলেও নিজেদের দুর্বলতা জানতে চাইলে রনির জবাব, ‘আসলে দুর্বলতার কিছু নাই। টি-টোয়েন্টি ম্যাচ যেদিন যারা ভালো খেলবে তারা জিতবে। এখানে ছোট বড়র কিছু নেই। যারা ভালো খেলবে তারাই জিতবে। আমরা কিছু ভুল হয়তো করেছি। সেগুলো শুধরালে পরের ম্যাচে ওভারকাম করব।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment