প্রার্থীর উপর হামলার চেষ্টা, ভোটার শূন্য নির্বাচন শেষ, চলছে গননা

 মোস্তাফা কামরুল:

ফটিকছড়ি স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী অানারস প্রতীকের এইচ এম অাবু তৈয়ব ভোট বর্জন করেছে বলে ফেইসবুকে গুজব ছড়িয়েছে একটি পক্ষ। প্রকৃতপক্ষে তিনি ভোট বর্জন করেননি। এটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। অপরদিকে, সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে দুপুর ১২ টার দিকে অানারস প্রতীকের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এইচ.এম অাবু তৈয়ব ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে গেলে সেখানে নৌকার সমর্থকেরা তার উপর হামলার চেষ্টা করে। এ সময় মিছিলসহকারে তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে নৌকার সমর্থকেরা। এ ঘটনায় অালা উদ্দীন ও নাছির নামের দুই ছাত্রলীগকর্মী অাহত হয়। পরে তিনি পুলিশ হেফাজতে কেন্দ্র এলাকা ত্যাগ করেন। অানারস প্রতীকের প্রার্থী অভিযোগ করে বলেন, ‘কেন্দ্র পরিদর্শনে গেলে অামার উপর স্থানীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলার চেষ্টা করে।’ এছাড়া সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ভোটার উপস্থিতি ছিল কম।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment