প্লেস্টোরে শীর্ষে গুগলের ডুয়ো

প্লেস্টোরে শীর্ষে গুগলের ডুয়ো

মাত্র চার দিনেই প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া অ্যাপের শীর্ষে উঠে এসেছে গুগল ডুয়ো। মূলত প্রযুক্তি জায়ান্টটি স্কাইপ, মেসেঞ্জারের মতো অ্যাপকে টেক্কা দিতে ভিডিও কলিং অ্যাপ ডুয়ো নিয়ে এসেছে গুগল।

13925320_931062833671374_2150733992390824802_n

মাত্র চার দিনেই বিশ্বে উন্মাদনা সৃষ্টিকারী মোবাইল গেইম পোকেমন গো’কে হটিয়ে দিয়েছে ডুয়ো।

ডুয়ো ছাড়াই হয়েছে বিশ্বজুড়ে বিনামূল্যে ডাইনলোড করার জন্য। যা ইতোমধ্যে বিনামূল্যের অ্যাপটি প্লেস্টোরের শীর্ষে উঠে এসেছে বলে একটি ব্লগ পোস্টে লেখেন ডুয়োর কারিগরি টিমের প্রধান জাস্টিন উবারটি এব।

Duo-Techshohor
গুগলের এই অ্যাপটির কথা প্রথম জানানো হয় চলতি বছরের মে মাসে গুগলের আই/ও সম্মেলনে। আর গত ১৬ আগস্ট গুগলের অ্যান্ড্রয়েড ডিভাইস ও আইওএস প্ল্যাটফর্মে অ্যাপটি উন্মুক্ত করে গুগল।

ফোনে অ্যাপটি ডাউনলোড করা থাকলে কন্টাক্ট নম্বর থাকলেই ভিডিও কল করা সম্ভব। এর জন্য আলাদা করে তাকে আর অ্যাড করতে হবে না বলে গুগল দাবি করছে। এছাড়াও অনেক দুর্বল নেটওয়ার্ক ব্যবস্থাতেও ডুয়ো ব্যবহার করে ভিডিও কল করা যাবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment