ফেসবুকে বিতর্কিত পোস্ট : যা বললেন ইমরুল কায়েস

ফেসবুকে বিতর্কিত পোস্ট : যা বললেন ইমরুল কায়েস

ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হারের পর ইমরুল কায়েসের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে একটি বিতর্কিত পোস্ট করা হয়। ‘ফিলিং স্যাড’ অনুভূতি প্রকাশ করেন তিনি। সাথে কিছু ইমোজি যুক্ত করেন। সমস্যা বাধে এখানেই। তিনি দুঃখের অনুভূতির সাথে কিছু অট্টহাসি ও লজ্জায় হাত দিয়ে মুখ ঢাকার ইমোজি দেন।

এই পোস্ট দেয়ার পরই তোলপাড় শুরু হয়। কমেন্টে সমালোচনার ঝড় উঠে। এর কিছু সময় পরই পোস্টটি ডিলিট করা হয়।

কেন এমন পোস্ট দিয়েছেন এই প্রশ্ন করার আগেই ইমরুল দাবি করেন, তার এই পেজ হ্যাক করা হয়েছিল।

নতুন পোস্টে তার পক্ষ থেকে বলা হয়, কিছুক্ষণ আগে পেজটি হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল। ইমরুল কায়েস ভাইয়ের ফেসবুক আইডি হ্যাক হওয়ার ফলে পেজটির নিয়ন্ত্রণ হ্যাকারদের কাছে চলে যায়। আলহামদুলিল্লাহ, বেশ কিছুক্ষণ চেষ্টার পর আমরা পেজটি আবারো ফিরে পেয়েছি। হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকার সময় পেজ থেকে প্রকাশিত স্ট্যাটাসের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। -অ্যাডমিন

নতুন পোস্টের পরও সমালোচনা থেমে ছিল না। কয়েক ঘণ্টার মধ্যেই দুই হাজারের কাছাকাছি কমেন্ট আসে। এর বেশিরভাগই ছিল নেতিবাচক।

অনেকেই কমেন্ট করেছেন, এতো দ্রুত হ্যাকারদের কবল থেকে পেজ উদ্ধারের ঘটনা সারা দুনিয়াতেই বিরল।

এরপর পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে দেয়া হয়।

 

আপনি আরও পড়তে পারেন