বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয় ঝিনাইদহে ট্রাফিক সেবা সপ্তাহের উদ্বোধন

 ঝিনাইদহ থেক, তরিকুল ইসলাম তারেক:

ঝিনাইদহে ট্রাফিক সেবা সপ্তাহের শুভ উদ্বোধন। এ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে রবিবার সকালে শহরের মুজিব চত্বর থেকে র‌্যালি বের করা হয়। পরে জেলা বাস-মিসিবাস মালিক সমিতি মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন, জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, ঝিনাইদহ বিআরটিএ’র সহকারী পরিচালক বিলাস সরকার, জেলা ট্রাক, ট্রাঙ্ক লরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদসহ অন্যান্যরা বক্তব্য দেন। এ সময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, ট্রাফিক বিভাগের কর্মকর্তা, মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন। বক্তারা, সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর প্রতি আহ্বান জানান। সড়ক দুর্ঘটনা এড়াতে ঝিনাইদহ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সচেতনামুলক বিভিন্ন ফেসটুন, প্লেকার্ড শহরের বিভিন্ন স্থানে ঝুলিয়ে রাখেন। রোববার থেকে শুরু হওয়া এ সপ্তাহ চলবে আগামী ১১ আগষ্ট পর্যন্ত।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment