বাংলাদেশে সফল গণতন্ত্র দেখতে চাইঃ ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে সফল গণতন্ত্র দেখতে চাইঃ ভারতীয় হাইকমিশনার
উজ্জ্বল হোসাইনঃ নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ‘আমরা বাংলাদেশের মানুষের সুখী দেখতে চাই। তাদের উন্নয়ন চাই। এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন।’
১৭ সেপ্টম্বর সকাল সাড়ে ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সদ্য বিদায়ী বাংলাদেশে নিযুক্ত এই ভারতীয় কুটনৈতিক।
এর আগে শ্রদ্ধা নিবেদনের পর জাতির বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তিনি।
হাইকমিশনার দোরাইস্বামী বলেন, ‘এটা রাজনীতি নিয়ে কথা বলার জায়গা নয়। আজকে বাংলাদেশে আমার শেষ দিনে আমি বলতে চাই, আমরা সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। দেশের জন্য কাজ করবে সরকার। সেখানে আমরা কখনোই কোনো ব্যক্তির পাশে নই। কারও পাশে নই।’
এতদিন দায়িত্বপালন কালে বাংলাদেশের সফলতা দেখেছেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। সেটাকেই চালিয়ে যেতে হবে। আমি সেটাই চাই।’
এসময় ভারতীয় হাইকমিশনের সাথে সামরিক উর্ধতন কর্মকর্তাসহ সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কশিমনার (ভুমি) আনোয়ার হোসেন জাহিদ, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক ও উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন