বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির অধীনে চাকরির সুযোগ

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির অধীনে চাকরির সুযোগ

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত বাংলাদেশ-চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট, পায়রা, পটুয়াখালীতে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস)। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট/ বোর্ড থেকে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি পাস হতে হবে এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি পাসসহ পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা। বয়স: সর্বোচ্চ ৩২ বছর। বেতন: ১৮,০০০ টাকা।

পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট (জেনারেল মেকানিকস)। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট/ বোর্ড থেকে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি পাস হতে হবে এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি পাসসহ পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা। বয়স: সর্বোচ্চ ৩২ বছর। বেতন: ১৮,০০০ টাকা।

যেভাবে আবেদন: আবেদনপত্র এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত অনুলিপি, অভিজ্ঞতা সনদ, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, স্থায়ী ঠিকানার বিপরীতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌর/ সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :  মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), করপোরেট অফিস, বিসিপিসিএল, ইউনিক ট্রেড সেন্টার (পঞ্চম তলা), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

আবেদন ফি: ৩০০ টাকা মূল্যের পে-অর্ডারে মাধ্যতে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৭ জানুয়ারি ২০২২।

 

আপনি আরও পড়তে পারেন