বাগেরহাটে কোরবানির জন্য প্রস্তুত ৩৭ হাজার পশু

বাগেরহাটে কোরবানির জন্য প্রস্তুত ৩৭ হাজার পশু

দুদিন বাদেই ঈদুল আজহা। মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ২১ জুলাই ঈদুল আজহার জামাত শেষে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন মুসলমানরা। বাগেরহাটে কোরবানি উপলক্ষে প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু। শেষ মুহূর্তে পশুর যত্নে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা।

বাগেরহাট জেলা প্রাণিসম্পদ সূত্রে জানা যায়, আসন্ন কোরবানি উপলক্ষে বাগেরহাট জেলায় ৩৬ হাজার ৯৮৫টি পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে ২৫ হাজার ৮৩১ গরু, ৯ হাজার ৪৮৩ ছাগল, ১ হাজার ৬২৩ ভেড়া, মহিষ ও অন্যান্য ৪৮টি।

তবে প্রাণিসম্পদ বিভাগের পরিসংখ্যানের চেয়ে কোরবানির জন্য মোটাতাজাকরণ পশুর পরিমাণ বেশি বলে দাবি করেছেন খামারিরা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফার রহমান বলেন, বাগেরহাটে ৩০ থেকে ৩২ হাজার পশুর চাহিদা রয়েছে। চাহিদার থেকে প্রায় ৫ হাজার বেশি পশু প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলা ও বড় বড় শহরে বাগেরহাটের পশু বিক্রি হয়েছে। খামারিদের সুবিধার জন্য প্রতি উপজেলায় আমরা অনলাইনে পশু বিক্রির ব্যবস্থার পাশাপাশি সরকারের ঘোষণা অনুযায়ী হাট বসানোর ব্যবস্থাও করেছি।বেচাকেনাও ভালো হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন