বাগেরহাটে ১ লক্ষ ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:

বাগেরহাটে ১ লক্ষ ৫৮ হাজার ৭‘শ ৮৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। শনিবার (১৪ই জুলাই) বাগেরহাট জেলার ৯ উপজেলা ও ৩ পৌরসভার ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বাগেরহাট স্বাস্থ্য বিভাগের আয়োজনে বুধবার (১১ জুলাই) বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিকদের ওয়ারিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
বাগেরহাট ডেপুটি সিভিল সার্জন ডা. পুলক কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাসজ¦) মামুন উল হাসান, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সেক্রেটারী তালুকদার আব্দুল বাকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফফর হোসেন, এবিএম মোশাররফ হোসেন, বাবুল সরদার প্রমুখ।
কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উপকারিতা ও প্রক্রিয়া সম্পর্কে তুলে ধরেন ডা. প্রদীপ কুমার বকশী। তিনি বলেন, ভিটামিন এ ক্যাপসুল একটি সর্বোৎকৃষ্টমানের ভিটামিন। এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ৬ থেকে ৫৯ মাস বয়সি যেকোন শিশু এ ভিটামিন খেতে পারবে। তবে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় কোন শিশু এ ভিটামিন খেতে পারবেনা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment