বানিয়াচংয়ের পুকড়া ইউনিয়নকে খোলা ল্যাট্রিন মুক্ত ঘোষনা।।

বানিয়াচংয়ের পুকড়া ইউনিয়নকে খোলা ল্যাট্রিন মুক্ত ঘোষনা।।
শাহ সুমন, বানিয়াচং, থেকেঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯ নম্বর পুকড়া ইউনিয়ন কে খোলা ল্যাট্রিন মুক্ত ঘোষনা করা হয়েছে।
আসুয়া-২ প্রকল্পের মাধ্যমে ইউনিসেফের অর্থায়নে প্র্যাকট্রিকেল এ্যাকশনের সহযোগীতায় ভার্ক কর্র্তৃক প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
অত্র প্রকল্পের মাধ্যমে উপজেলার হাওর অধ্যূষিত ৫টি ইউনিয়নে খোলা ল্যাট্রিন মুক্ত করার জন্য কার্যক্রম চলমান আছে।
২৮ নভেম্বর রবিবার সকাল ১১টায় ৯ নম্বর পুকড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আনুষ্টানিক ঘোষনার মাধ্যমে ইউনিয়নটিকে খোলা ল্যাট্রিন মুক্ত ঘোষনা করা হয়েছে।ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আলী আজগর,ভার্ক প্রকল্প সমন্বয়কারী রবি উল্লাহ রবি, প্র্যাকট্রিকেল এ্যাকশন প্রতিনিধি সোহেল আহমদ, ভার্ক এরিয়া কো-অর্ডিনেটর সোহেল আহমদ প্রমূখ। প্রকল্পটি বাস্তবায়ন ও সফল করতে ইউনিয়নটিকে ৪৭টি কমিউনিটিতে বিভক্ত    করা হয়।
 প্রকল্প চলাকালীন সময়ে ১৪টি গভীর নলকূপ স্থাপন,১হাজার ২শত সাবান বিতরন,হ্যান্ড-স্যানিটাইজেশন ও হাত ধোয়া প্রযুক্তি সরবারহ করা হয়। অনুষ্টান শেষে কমিউনিটির উপকারভোগীদের মাঝে সনদ বিতরন করা হয়।

আপনি আরও পড়তে পারেন