বারহাট্টায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বারহাট্টায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

রিপন কান্তি গুণ,বারহাট্টা,(নেত্রকোনা) প্রতিনিধি;

নেত্রকোনার বারহাট্টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

আজ (১৪নভেম্বর) সোমবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কৃষি উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে ২০২২-২৩ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম মাজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেম এবং স্বাগত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিনসহ বিভিন্ন গ্রাম থেকে আসা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ।

 

আপনি আরও পড়তে পারেন