বাড়বে না সীমান্তপথে আসা গরুর শুল্ক!

বাড়বে না সীমান্তপথে আসা গরুর শুল্ক!

 

সীমান্তপথে আসা গরুর শুল্ক মূল্য না বাড়ানোর পক্ষে মত দিয়েছে রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার চোরাচালান নিরোধ টাস্কফোর্সের সভায় এ মত দেয়া হয়।

যদিও সীমান্তপথে আসা গরুর দাম বাড়ানোর পক্ষে সংশ্লিষ্ট প্রতিনিধিরা যুক্তি তুলে ধরেন। ওই বৈঠকে চোরাচালান নিরোধ কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করতে ১১ টি সিদ্ধান্ত অনুমোদন করেছে পুনর্গঠিত চোরাচালান কেন্দ্রীয় টাস্কফোর্স।

বাড়বে না সীমান্তপথে আসা গরুর শুল্ক!

এনবিআর চেয়ারম্যান এবং পুনর্গঠিত চোরাচালান নিরোধ কেন্দ্রীয় টাস্কফোর্স এর সভাপতি নজিবুর রহমান এতে সভাপতিত্ব করেন।

বর্তমানে প্রতিবেশী ভারত থেকেই বেশিরভাগ গরু সীমান্তপথে বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয় শুল্ক কর্তৃপক্ষ এসব গরু নিলামে ৫শ’ টাকা শুল্ক মূল্য ধার্য করে বিক্রি করে থাকে। বৈঠকে উপস্থিত রাজশাহী অঞ্চলের প্রতিনিধি বলেন, বর্তমানে গরু প্রতি মাত্র ৫০০টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধ গরুর আমদানি রোধ ও রাজস্ব বৃদ্ধির স্বার্থে এই জরিমানা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা হতে পারে।

বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, চেরাচালান রোধে অগ্রাধিকার ভিত্তিতে ৮ থেকে ১০টি কার্যক্রম নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে। বাংলাবান্ধা স্থল বন্দরে সোনালী ব্যাংকের শাখা খোলার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্ণর বরাবর পত্র প্রেরণ এবং করিডোরের মাধ্যমে আমদানিকৃত গরুর জরিমানা পুননির্ধারনের বিষয়টি পুনরায় পরিদর্শন। টাস্কফোর্সে সদস্য সচিব ও শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান সভার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment